শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৮১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ  হামলায় আহত হয়েছেন আরও চার শতাধিক।

শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আল-শিফা হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা শহরের একটি স্টেডিয়ামের কাছে হামলায় শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটি তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বিবিসি যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, মানুষ খালি হাতে ও কোদাল দিয়ে বালু খুঁড়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, তারা বসে ছিলেন। একটি রাস্তায় হামলা হওয়ার পর হঠাৎ বিশাল বিস্ফোরণের শব্দ শোনেন।

ফিলিস্তিনের এক নাগরিক রয়টার্সকে বলেন, এই এলাকাটি তাঁবুতে পরিপূর্ণ ছিল– এখন তাঁবুগুলো বালুর নিচে। আমরা ঘণ্টার পর ঘণ্টা খালি হাতে খুঁড়েছি।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে, গত চার সপ্তাহে মানবিক সহায়তা পেতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে বা তার কাছাকাছি সময়ে আরও ৪,০৬৬ জন আহত হয়েছেন।

ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি হত্যা আর নতুন নয় যার জন্য জিএইচএফকে ‘মানবিক কসাইখানা’ও আখ্যা দিয়েছে আন্তর্জাতিক বিশ্ব।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জন্য ৩০ মিলিয়ন ডলার তহবিল অনুমোদন করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102