শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের ছেলে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তিনি অথবা পরিবারের অন্যকোনো সদস্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেন।

শনিবার (২৮ জুন) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তার পরিবারের কোনো সদস্য, বিশেষ করে তার পুত্র এরিক ট্রাম্প প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প অর্গানাইজেশনের সহনির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, তিনি যদি তার পিতার পদাঙ্ক অনুসরণ করতে চান, তবে হোয়াইট হাউসে পৌঁছানোর পথ খুব সহজ হবে।

সাক্ষাৎকারে তিনি বলেন, আসল প্রশ্ন হলো আমি কি আমার পরিবারের অন্য সদস্যদের এই পথে টেনে আনতে চাই? আমি কি চাই আমার সন্তানরা গত এক দশকে আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক? যদি উত্তর হ্যাঁ হয়, তবে রাজনৈতিক পথটি সহজ হবে। আমি মনে করি, আমি এটা করতে পারি। এবং শুধু আমি নই, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পরিবারের অন্য সদস্য-ডোনাল্ড জুনিয়র ও ইভাঙ্কা-রাজনীতিতে সক্রিয় থেকেছেন। অন্যদিকে এরিক মূলত পারিবারিক ব্যবসা ট্রাম্প অর্গানাইজেশন পরিচালনায় মনোযোগী ছিলেন। তবে তার কথায় বোঝা যাচ্ছে, তিনি রাজনীতি থেকে একেবারে দূরে ছিলেন না।

এরিক বলেন, আমি যেসব রাজনীতিবিদদের দেখি, তাদের অর্ধেকই আমাকে কোনোভাবেই মুগ্ধ করতে পারেনি। আমি বিশ্বাস করি, আমি এই কাজটা বেশ দক্ষতার সঙ্গে করতে পারতাম।

২০২৪ সালের নির্বাচন কি ট্রাম্প পরিবারের কোনো সদস্যকে নিয়ে শেষ নির্বাচন হবে? এ প্রশ্নের জবাবে এরিক বলেন, আমি জানি না… সময়ই বলবে। তবে আমি একা নই, আরও অনেকে আছেন।

তিনি বলেন, প্রশ্ন হলো, আমি কি এটা করতে চাই? আমি কি আমার প্রিয়জনদের এই ব্যবস্থার নিষ্ঠুরতার মধ্যে ঠেলে দিতে চাই? আমি এখনো এই প্রশ্নের উত্তর দিতে পারিনি।

এরিক ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রেসিডেন্সি থেকে লাভবান হওয়ার অভিযোগেরও জবাব দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, যদি কোনো পরিবার রাজনীতি থেকে লাভ না করে থাকে, তবে সেটি হলো ট্রাম্প পরিবার। তিনি দাবি করেন, তার পিতা যদি প্রথমবার নির্বাচনে না দাঁড়াতেন, তবে তাদের সম্পদ আরও অনেক বেশি হতো।

তিনি বলেন, আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছি শুধু রাশিয়ার কেলেঙ্কারি, ভুয়া অভিযোগ এবং নোংরা নথিপত্রের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102