পোড়া গন্ধের কারণে গন্তব্যে না গিয়ে মাঝ আকাশ থেকেই ফিরে এসেছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শুক্রবার মুম্বাই থেকে চেন্নাইগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি শনিবার প্রকাশ্যে আসার পর আলোচনা শুরু হয়।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৬৩৯-এ ঘটনাটি ঘটে।
পরে বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানায়, মুম্বাই থেকে চেন্নাইগামী ওই বিমানের কেবিনে ‘পোড়া গন্ধ’ পাওয়া যাচ্ছিল। এ কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফ্লাইটটিকে আবার মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়।
সংস্থাটি আরো জানিয়েছে, ফ্লাইটটিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে এবং যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটটি ফিরে আসার পর মুম্বাই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
অপ্রত্যাশিত এই বিঘ্নের কারণে যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া য়েছে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু জানায়নি তারা।
এর আগে গত বুধবার মুম্বাই থেকে ব্যাঙ্ককগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট নির্ধারিত সময়ের অন্তত পাঁচ ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছিল। ব্যাঙ্ককগামী বিমানটির বাম দিকের ডানার নিচে কিছু খড় আটকে যাওয়ায় উড্ডয়নে দেরি হয়েছিল বলে বিমান সংস্থাটি জানায়।
এ ছাড়া কিছু দিন আগে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট ১৭১ উড্ডয়নের পর ৪০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আহমেদাবাদের একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় ২৪২ জন আরোহীর মধ্যে একজন ছাড়া বাকি সবাই নিহত হয়। সাম্প্রতিককালে ভারতে সবচেয়ে মর্মান্তিক এ বিমান দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।