ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরান আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তার আকাশসীমার কিছু অংশে প্রবেশাধিকার বাড়িয়েছে। তবে, দেশের বেশিরভাগ অংশে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে বলে শনিবার (২৮ জুন) একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখওয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, দেশের পূর্বাঞ্চলীয় অর্ধেক আকাশসীমা অভ্যন্তরীণ, আন্তর্জাতিক ও আকাশপথে চলাচলের জন্য উন্মুক্ত থাকার পাশাপাশি দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলের আকাশসীমা এখন কেবল আন্তর্জাতিক আকাশপথের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আখওয়ানের তথ্য অনুযায়ী, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলোতে আসা-যাওয়ার ফ্লাইটগুলো এখনও স্থগিত রয়েছে। তিনি সব নাগরিককে দেশের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে না যাওয়ার অনুরোধ করেছেন। ভ্রমণকারীদের কেবল সরকারি সূত্রের মাধ্যমে হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধবিরতি হলে গত বুধবার (২৫ জুন) ইরান তার পূর্বাঞ্চলীয় আকাশসীমা খুলে দেওয়ার পর এই নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। গত ১৩ জুন ইসরায়েল বিমান হামলা শুরু করলে ইরান আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল।
বর্তমানে যেসব বিমানবন্দর চালু রয়েছে তার মধ্যে রয়েছে—পূর্ব ইরানের মাশহাদ (যা ইসরায়েল সংঘর্ষের সময় লক্ষ্যবস্তু বলে দাবি করেছিল) ও দক্ষিণ-পূর্বে চাবাহার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্থগিত থাকবে।