নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি–সংক্রান্ত মামলায় পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। রায়ে বলা হয়, কোনো দেশ একতরফাভাবে এই চুক্তি বাতিল বা স্থগিত করতে পারে না।
ইসলামাবাদ একে বড় আইনি জয় হিসেবে দেখছে, বিশেষ করে ভারতের কিষানগঙ্গা ও রাটল প্রকল্প নিয়ে তাদের আপত্তিতে আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। তবে ভারত রায়কে প্রত্যাখ্যান করে বলেছে, এই আদালতের এখতিয়ার তারা মানে না এবং চুক্তি স্থগিত করার অধিকার তাদের রয়েছে।
১৯৬০ সালের এই চুক্তিকে ঘিরে দুই দেশের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।