ফিলিস্তিনের গাজায় হামাসকে উৎখাত ও জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। আকাশ ও স্থল অভিযানে প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে, কোনো স্থানই নিরাপদ নয় গাজাবাসীর জন্য। এরই মধ্যে দুর্ভিক্ষও চরমে পৌঁছেছে। অল্প কিছু ত্রাণ আসলেও তা নিয়েও সামনে এসেছে ভয়ংকর অভিযোগ।
মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, মার্কিন সহায়তায় বিতরণ করা ত্রাণকেন্দ্রগুলোর আটার ব্যাগে বিপজ্জনক ও আসক্তিকর মাদক অক্সিকোডোনের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছে গাজার সরকার। গাজা সরকারের মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, চারজন নাগরিক আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দিয়েছেন যে তারা আটার ব্যাগের মধ্যে এই ওষুধের বড়ি খুঁজে পেয়েছেন। এমনও শঙ্কা করা হচ্ছে যে কিছু বড়ি ইচ্ছাকৃতভাবে পিষে ময়দার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
অক্সিকোডোন একটি শক্তিশালী ওপিওয়েড, যা মূলত ক্যান্সারের তীব্র ব্যথা কমাতে ব্যবহার হয়। এটি অত্যন্ত আসক্তিকর ও বিপজ্জনক—শ্বাসকষ্ট, হ্যালুসিনেশন এবং এমনকি মৃত্যু ঘটাতে পারে। গাজার সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ‘ন্যাক্কারজনক অপরাধ’ বলে আখ্যা দিয়েছে।
এর মধ্যেই ইসরায়েলের হামলায় গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। অবরুদ্ধ অঞ্চলের মানুষরা নিরাপত্তা ও খাদ্য—দুটো থেকেই বঞ্চিত, আর চলমান হামলা গাজাকে রীতিমতো নরকে পরিণত করেছে।