শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ১৩ সেনা নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৯ জন।

শনিবার (২৮ জুন) প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তারা এএফপিকে বলেন, পাকিস্তানি তালেবানদের দাবি করা আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে বেসামরিক নাগরিকসহ ২৯ জন। আহত চার সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তার জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক কনভয়ের সাথে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণ হলে ১৩ জন সেনা সদ্য নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়।

এছাড়াও বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে ৬ জন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন পুলিশ কর্মকর্তা।

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি শাখা। মূলত, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করেছে যে, তার পশ্চিমা প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। তবে এই দাবি অস্বীকার করেছে তালেবানরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102