পাকিস্তানের পাঞ্জাবে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে কাজ করা ছয় সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। “অপারেশন ইয়ালঘর” অভিযানে ধরা পড়া এসব ব্যক্তি বড় নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে জানায় সিটিডি।
লাহোরে সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের অতিরিক্ত আইজি শেহজাদা সুলতান জানান, আসামিরা ভারতীয় বিএসএফের কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করছিল এবং র-এর কর্মকর্তাদের সরাসরি নির্দেশনা নিচ্ছিল। তাদের কাছ থেকে আইইডি, মানচিত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে।
সিটিডি জানিয়েছে, বাহাওয়ালপুরের মসজিদ ও রেলস্টেশনে হামলা ছিল তাদের টার্গেট। দুবাই থেকে অর্থায়নে জড়িত জুলফিকারকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অডিও রেকর্ডে হামলার পরিকল্পনার প্রমাণ মিলেছে।
সিটিডি ও আইএসপিআরের ভাষ্যমতে, ভারত গত দুই দশক ধরে পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।