বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫- তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালি বাগেরহাট জেলা ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে অবরোধ কর্মসূচি তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানির নতুন তারিখ নির্ধারণ ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শন ভারতে আ.লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করতে আহ্বান বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী : ৬ দিনের কর্মসূচি ঘোষণা জাল জালিয়াতি মেনিফেস্টোর মাধ্যমে অবৈধ পণ্যে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চায় প্রশাসন

পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকারোক্তি ইরানের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই স্বীকারোক্তি দিয়েছেন।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইসমাইল বাঘাই। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটা নিশ্চিতভাবেই বলা যায় যে আমাদের পরমাণু স্থাপনাগুলো ব্যাপক এবং খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এই স্থাপনাগুলোকে লক্ষ্য করে মুর্হুমুহু বোমা বর্ষণ করেছে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসনকারীরা।”

তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। আলজাজিরাকে ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের পরমাণু শক্তি কমিশন এবং এর অন্যান্য অঙ্গসংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।

গত ১৩ জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েল এই হামলা শুরুর ৯ দিন পর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র এবং ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরের দিন ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতির পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু প্রকল্প কয়েক দশক পিছিয়ে গেছে এবং দেশটি আর কখনও তার প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না।

ট্রাম্পের এই মন্তব্য নিয়ে অবশ্য সাক্ষাৎকারে কোনো প্রতিক্রিয়া জানাননি ইসমাইল বাঘাই। সূত্র : সিএনএন

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102