ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। মঙ্গলবার (২৪ জুন) ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা এক বিবৃতিতে জোটটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানায়।
ব্রিকস বিবৃতিতে বলেছে, ইরানের “শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে” হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। তারা উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করে যে, এই হামলা আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলেছে।
জোটটি আরও বলেছে, বিরোধ মেটাতে সামরিক পথ নয়, কূটনৈতিক পথই একমাত্র সমাধান। তারা যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য, যেন উত্তেজনা প্রশমিত হয় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে।
উল্লেখ্য, সম্প্রতি ইরান ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসে যোগ দিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্য নিয়ে জোটটির ভূমিকা আগের চেয়ে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ব্রিকসের এমন অবস্থান বিশ্ব রাজনীতিতে পশ্চিমা জোটের একচেটিয়া প্রভাবের বিরুদ্ধে একটি পাল্টা ভারসাম্য তৈরি করতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন নিয়ে বিতর্ক বাড়ছে।