শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে হামলা চালিয়েছে, তাতে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সিএনএনের এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়ে গেছে এবং কার্যক্রম মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেয়া সম্ভব হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই প্রাথমিক মূল্যায়ন তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA) এবং ইউএস সেন্ট্রাল কমান্ড। চারটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য সিএনএনকে নিশ্চিত করেছে।

মূল্যায়ন অনুযায়ী, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ এবং সেন্ট্রিফিউজের অধিকাংশই অক্ষত রয়েছে। যার মানে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসে সফল হয়নি, বরং শুধু সাময়িকভাবে পিছিয়েছে।

ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ছোড়া হয়। এটি ছিল হামলার সবচেয়ে কৌশলগত অংশ।

এদিকে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নকে ‘ভিত্তিহীন’ দাবি করে বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।’ এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানে পরিচালিত হামলায় তারা ‘অসাধারণ সাফল্য’ পেয়েছে।

তবে বাস্তব মূল্যায়ন ও মাটির নিচে থাকা সুরক্ষিত স্থাপনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে, ট্রাম্প প্রশাসনের দাবি এবং গোয়েন্দা তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে।

যে তিন গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে, সেগুলো হলো নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহান। এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু, যেগুলোর ওপর আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল।

প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর রোববার (২২ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমরা সফলভাবে ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালিয়েছি। সবগুলো লক্ষ্যবস্তুতে পূর্ণ বোমা বর্ষণ করা হয়েছে এবং সব বিমান নিরাপদে ইরান ছেড়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102