যুদ্ধবিরতির পর ইরান আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানায়, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। এরপর ইসরায়েল সরকার জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এর জবাবে তেহরানের কেন্দ্রীয় সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দেওয়া হয়েছে। কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী স্মোট্রিচ সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেহরান কাঁপবে।”
ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জমির বলেছেন, “ইরান যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে। আমরা এর কড়া জবাব দেব।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেন এবং উভয়পক্ষকে তা রক্ষা করার অনুরোধ জানান। কিন্তু বাস্তবতার মাটিতে যুদ্ধবিরতি বেশ দুর্বল বলেই মনে হচ্ছে। পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠছে।