সিন্ধু নদীর পানিবণ্টন নিয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায়। এ বিষয়ে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি।
সোমবার পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “ভারত যদি এখনও সিন্ধু চুক্তির আওতায় পাকিস্তানকে ভাগের পানি দেওয়া থেকে বিরত থাকে, তাহলে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে।”
বিলাওয়াল ভুট্টো বলেন, “সিন্ধু চুক্তিকে বেআইনি ও অন্যায্যভাবে ভারত একতরফাভাবে স্থগিত করেছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। ভারতের কাছে এখন দুটি পথ খোলা—ভদ্রভাবে পাকিস্তানকে পানি দাও, না হলে আমরা আমাদের নদীগুলোর পানি নিজেরাই নিয়ে নেব।”
তিনি আরও অভিযোগ করেন, ভারত একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলের হুমকি দিয়ে দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে। এমন পদক্ষেপ শুধু পাকিস্তানের প্রতি বৈরি নয়, বরং আন্তর্জাতিক জলবণ্টন নীতিমালার বিরুদ্ধেও।
উল্লেখ্য, ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় বিশ্বব্যাংকের মধ্যস্থতায়। এর মাধ্যমে সিন্ধু, ঝেলম ও চেনাব নদীর পানি ব্যবহারের অধিকার পাকিস্তানকে এবং রবি, বিয়াস ও সাতলুজ নদীর অধিকার ভারতের হাতে দেওয়া হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীর ইস্যু ও রাজনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে অসন্তোষ বেড়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, পানির মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নিয়ে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এমন প্রকাশ্য হুমকি দক্ষিণ এশিয়ায় নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন শান্তিপ্রিয় মহল।