শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

হামলার শিকার হয়েছে একটি মার্কিন সামরিক ঘাঁটি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দেশটির এল-হাসাকা প্রদেশের পশ্চিমাঞ্চলে কাসরুক এলাকায় অবস্থিত আমেরিকান সামরিক স্থাপনা লক্ষ্যবস্ত করা হয়েছিল।

সোমবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার কাসরুক এলাকায় অবস্থিত একটি আমেরিকান সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, আক্রমণের পর প্রধান প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলার পরপরই মার্কিন বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে ও ব্যাপক নজরদারি শুরু করে। কাসরুক আকাশে টহল দিতে শুরু করে ড্রোন ও হেলিকপ্টার বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এই অঞ্চলের একটি জটিল ভূ-রাজনৈতিক পরিবেশের পটভূমিতে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে আমেরিকান সামরিক স্থাপনা বারবার একই ধরণের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এটা নিছক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপ নয়—বরং এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থান ও প্রভাব বজায় রাখার এক প্রতীকী শক্তি প্রদর্শন। এতে আঞ্চলিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এক সুস্পষ্ট বার্তা যে, যুক্তরাষ্ট্র এখনো সিরিয়া থেকে পিছু হটেনি।

এই অঞ্চলের একটি জটিল ভূ-রাজনৈতিক পরিবেশের পটভূমিতে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে আমেরিকান সামরিক স্থাপনা বারবার একই ধরণের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

তাদের মত, সিরিয়া দীর্ঘদিন ধরে একাধিক পরাশক্তির প্রভাব বলয়ের মধ্যে অবস্থান করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, তুরস্ক; সব পক্ষই সেখানে সক্রিয়। এমন এক পরিবেশে মার্কিন ঘাঁটিতে হামলা মানে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর নতুন করে চাপ তৈরি হওয়া।

এই হামলা আপাতদৃষ্টিতে ছোট আকারের হলেও এর প্রভাব ও সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে বহুস্তরীয়। এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরুদ্ধে একটি নতুন সামরিক বার্তার অংশ, এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102