গাজায় ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৫১ জন, যাদের বেশিরভাগই ছিলেন ক্ষুধার্ত ত্রাণপ্রার্থী। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১০৪ জন।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৫,৯৫৯ জন, আর আহতের সংখ্যা ১,৩১,২৪২ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা বহু এলাকায় পৌঁছাতেই পারছেন না। রাস্তাঘাটে পড়ে থাকা লাশ এবং আহতদের দুরবস্থা মানবিক বিপর্যয়ের চিত্র ফুটিয়ে তুলছে।
চলতি বছরের ১৮ মার্চ থেকে নতুন দফায় শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫,৬৪৭ জন নিহত এবং ১৯,২০১ জন আহত হয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। জানুয়ারিতে বন্দি বিনিময়ের উদ্যোগও ব্যর্থ হয়। এরপর থেকে ইসরায়েল আরও ভয়াবহ আক্রমণ শুরু করে।
এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্তের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) চলমান গণহত্যা মামলাও রয়েছে।
তবে এসব আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেও গাজায় সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।