ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান হামলার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। স্থানীয় সময় রোববার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই উচ্চ সতর্কতার ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, “ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আঞ্চলিক ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অনেক দেশ আকাশসীমা বন্ধ করে দিচ্ছে। এতে মার্কিন নাগরিক ও বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থকে ঘিরে বিক্ষোভ বা হামলার ঝুঁকি বেড়েছে।”
যদিও এই সতর্কবার্তায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে রোববারের মার্কিন বিমান হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এর প্রেক্ষিতেই ইরান যুক্তরাষ্ট্রকে “ভয়াবহ পরিণতির” হুঁশিয়ারি দিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে—বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা পরিস্থিতি ও ভ্রমণ নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার জন্য।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’র সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা ও লোন উলফ ধাঁচের একক সহিংস আক্রমণের আশঙ্কা বেড়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এ সতর্কতা বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাফেরা ও কূটনৈতিক পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে।