ইরানে মার্কিন হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলসসহ অন্তত ১৫টি বড় শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
বিক্ষোভকারীরা ‘নো ওয়ার অন ইরান’, ‘স্টপ ইউএস অ্যাগ্রেশন’ এবং ‘জাস্টিস ফর মিডলইস্ট’—এমন স্লোগান দেন। মুসলিম কমিউনিটি ছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং যুদ্ধবিরোধী সংগঠন এসব কর্মসূচিতে অংশ নেয়।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আয়োজিত একটি বিক্ষোভে বক্তারা বলেন, “যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে আর একটি দেশকে আগ্রাসনের শিকার করছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।” অনেকেই জো বাইডেন প্রশাসনের নীতির কড়া সমালোচনা করেন।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনেও বিশাল মানববন্ধন হয়। এ সময় বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান এবং ইরানে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ শুধু নীতির বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বৈদেশিক কূটনীতির দিকনির্দেশনাকেও প্রভাবিত করতে পারে।