বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

ধর্মীয় দায়িত্বে অটল, ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মোদি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

কানাডায় অনুষ্ঠিত ৫১তম জি-৭ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরকালে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৈশভোজের আমন্ত্রণ জানান। তবে সেই আমন্ত্রণ বিনীতভাবে প্রত্যাখ্যান করেন মোদি। শুক্রবার (২০ জুন) এক বক্তব্যে তিনি নিজেই এই তথ্য জানান।

মোদি বলেন, “দিন দুয়েক আগে যখন আমি জি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডায় ছিলাম, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে ফোন করেন। তিনি আমন্ত্রণ জানান ওয়াশিংটনে এসে নৈশভোজে অংশ নেওয়ার ও বৈঠক করার জন্য।”

তিনি আরও বলেন, ট্রাম্প তাকে অনুরোধ করার পাশাপাশি কিছুটা জোরও দিয়েছিলেন আমন্ত্রণ গ্রহণের বিষয়ে। কিন্তু মোদি বিনীতভাবে জানিয়ে দেন, তার দেশের একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়া জরুরি।

ওড়িশার জগন্নাথ ধামে ধর্মীয় সফরকেই প্রাধান্য দেন মোদি

ভূবনেশ্বরে এক সভায় মোদি বলেন, “আমি ট্রাম্পকে বলেছিলাম—আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ, কিন্তু মহাপ্রভুর ভূমিতে (ওড়িশা) যাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এখানে ‘মহাপ্রভুর ভূমি’ বলতে তিনি ওড়িশার পুরী অঞ্চলের জগন্নাথ ধামকে বোঝান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যে মোদি স্পষ্ট বার্তা দিয়েছেন তার হিন্দু ভক্ত ও রক্ষণশীল সমর্থকদের উদ্দেশ্যে। এই শ্রেণির ভোটারদের কাছে নিজেকে একজন ধর্মনিষ্ঠ দেশনেতা হিসেবে তুলে ধরার কৌশল এটি।

মোদি ও ট্রাম্পের ফোনালাপে প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় বলে জানা গেছে। যদিও সেই আলাপের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে এমন সময়ে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান এবং তার ব্যাখ্যা ঘিরে আলোচনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102