ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরে আঘাত হেনেছে, তবে সেখানে আগাম কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি—এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এ ঘটনায় ইসরায়েলে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। হোম ফ্রন্ট কমান্ড ঘটনার তদন্ত করছে। ইসরায়েলি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে ১০টিরও বেশি স্থানে জরুরি সেবা চালু রয়েছে।
উত্তর ইসরায়েলে নতুন করে সাইরেন বেজে উঠেছে, এবং সর্বশেষ ইরানি হামলায় প্রায় ২০–৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ জানায়, রোববার সকালে ইরান নতুন দফায় প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।
এ হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সরকারি সংস্থার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। এই নিয়ে ইরানের আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড) ২০তম হামলা পরিচালনা করল, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থাকে আরও ঘনীভূত করছে।