শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

খুঁজে খুঁজে ইসরায়েলর অর্ধশতাধিক গুপ্তচরকে আটক করলো ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান বড় ধরনের অভিযান চালিয়ে মোসাদের সঙ্গে যুক্ত ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর দপ্তর। সংবাদ সংস্থা আনাদোলু ও ইরানি ফার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ভুয়া খবর ছড়ানো ও রাষ্ট্রবিরোধী প্রচারে জড়িত ছিল।

ফার্স নিউজের মতে, এ চক্রটি দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র করছিল। গত আট দিন ধরে ইরান-ইসরায়েল সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরায়েলের দাবি, ইরানের হামলায় তাদের ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের ৬৩৯ জন নিহত এবং প্রায় ১,৩০০ জন আহত হয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102