ঝুঁকে নিয়ে চলাচল করছে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন । কালিগঞ্জ সদর থেকে সরাসরি উজিরপুর যাওয়ার প্রধান সড়ক এটি। তারালী, রহিমপুর,জাফরপুর,বাথুয়াডাঙ্গা সহ কয়েকটি গ্রামের লোকজন এই সড়কটি দিয়ে চলাচল করে। তারালী ইউনিয়নের একটি বড় বাজারও ব্রিজের পাশে অবস্থিত। কয়েকটি গ্রামের লোকজনের কেনাকাটার প্রধান বাজার এটি।
ঝপ ঝপিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি অকেজ হয়ে পড়ায় ক্ষণস্থায়ীভাবে নির্মাণ করা হয়এটি। ব্রিজটি নির্মাণে ধীরগতি থাকার কারণে ক্ষণস্থায়ীভাবে নির্মিত সেতুটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রধান চলাচলের মাধ্যম হিসেবে পরিগণিত হচ্ছে।
কিন্তু হঠাৎ হঠাৎ সেতুর কাঠগুলো ভেঙে যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সেতুটির উপর দিয়ে মালামাল বহনেরও ঝুঁকি বাড়ছে দিন দিন।
তারালী মাধ্যমিক বিদ্যালয়,তারালী বালিকা বিদ্যালয়, জাফরপুর সিদ্দিকিয়া মাদ্রাসা, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের প্রধান মাধ্যম সেতুটি। সেতুটির বেহাল দসার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান বারবার সেতুটি মেরামত করলেও তদারকির অভাবে দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে সেতুটি।
যাতে নির্মানাধীন ব্রিজটির দ্রুত নির্মাণ কাজ শেষ হয় এবং এলাকার মানুষের ভোগান্তি হ্রাস পায় তার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।