রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

আমার বাবা আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে : মাসুদ সাঈদী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জুডিশিয়াল ও মেডিকেল কিলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার ছেলে ও জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেন, আমার বাবাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা মিডিয়া বিভাগের সভাপতি সোহরাব হোসেন জুয়েল এর সভাপতিত্বে ও কাউখালী প্রেসক্লাবের সভাপতি বশির খানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, জিটিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর প্রতিনিধি মিজানুর রহমান,পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি এস এম সোহেল বিল্লাহ, পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর,ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তামিম সরদার,ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহিন ফকির, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম এ নকিব নাসরুল্লাহ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মাসুদ সাঈদি বলেন, “আমার বাবা অন্যায়ভাবে জুডিশিয়াল ও মেডিকেল কিলিংয়ের শিকার হয়েছেন। এই ঘটনার ন্যায়বিচার চেয়ে আমরা আদালতে মামলা দায়ের করবো এবং এ বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করছি।”

এ সময় তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক তথ্য-প্রমাণ নষ্ট করে দিয়েছে।”

মাসুদ সাঈদী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দেশের সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো সরকারে যাওয়ার আগে নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করে না। এটি অতীত ইতিহাস। ছাত্ররা হয়তো সেই অভিজ্ঞতা থেকেই রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখতে পারছে না। তাই তারা নিজেরাই দল গঠন করেছে।”

মতবিনিময়কালে মাসুদ সাঈদী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের পরামর্শ শোনেন। তিনি ভবিষ্যতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102