চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জীবননগর থানা মোড় এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। স্বর্ণের বারগুলো পাচারকারীর মলদ্বারে লুকিয়ে রাখা ছিল।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিজিবি জানতে পারে যে, জীবননগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হবে।
সেই তথ্যের ভিত্তিতে জীবননগর বিওপির একটি টহল দল বিকেলে থানা মোড় এলাকায় অবস্থান নেয়। এরপর সেখান থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিকে স্বর্ণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তা অস্বীকার করেন। সন্ধ্যায় তাকে মলত্যাগ করানো হলে মলদার দিয়ে টেপ দিয়ে মোড়ানো দুটি পোটলা বেরিয়ে আসে।
তিনি জানান, পোটলা দুটি খোলা হলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর ওজন প্রায় ৭২৯ গ্রাম। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮৭ লাখ টাকা।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির নাম রাজ রকি। তিনি জীবননগর উপজেলার ধোপাখালি গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
এ ঘটনায় জীবননগর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসের জমা রাখা হবে।