রবিবার ১৬ই মার্চ সকালে রামপাল উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে ঝনঝনিয়া স্কুল মাঠ থেকে একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামপাল চেয়ারম্যানের মোড়ে এসে শেষ হয়,পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ১৩ই মার্চ সকাল ১০ টায় রামপাল উপজেলার ফয়লা বাজার বাসস্ট্যান্ডে উজলকুড় ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক মিটিংয়ে ছাত্রদলের কর্মি পল্লব হাসান রাজু মাতাল কৃষিবিদ শামিমুর রহমানের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
এই নিয়ে রবিবার ১৬ই মার্চ অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে রামপাল উপজেলার জাতীয়তাবাদী দলের নেতারা জানান ১৩ই মার্চ সকালে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফয়লা বাস স্ট্যান্ডে এক মিটিং এ ছাত্রদলের নেতা পল্লব হাসান রাজু মাতাল কৃষিবিদ শামিমুর রহমান শামীমের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্তে ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দেন তারা।
এ সময় জাতীয়তাবাদী দলের নেতারা আরো জানান পল্লব হাসান রাজু রামপাল উপজেলা বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের নেতাদের সাথে আঁতাত করে বিএনপি’র কেন্দ্রীয় নেতার নামে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ এখনই পল্লব হাসান রাজুকে দল থেকে বহিষ্কার করে এই রামপাল থেকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তা না হলে পল্লব হাসান রাজুর কারণে রামপাল উপজেলা বিএনপি ধ্বংস হয়ে যাবে।