৪নং গালাগাও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাফিল।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল সমর্থীত নেতৃবৃন্দর ৪নং গালাগাও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাফিলের আয়োজন করেন।
১৪ মার্চ (শুক্রবার) বাদ আসর হতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই আয়োজন করেন মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল সমর্থীত নেতৃবৃন্দ।
বিএনপি নেতা মাওলানা মুহাম্মদ বুরহান উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও চেয়ারম্যান পদ প্রার্থী যুব নেতা ফয়সাল আহমেদ ও মাহাবুল আলমের দ্বৈত
সঞ্চালনায় এসময় পবিত্র কুরআন হতে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রী তাপস পাল।
প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল। তিনি ১৪৭, ময়মনসিংহ-০২ (ফুলপুর- তারাকান্দা,) আসনের বিএনপি’র পক্ষে মনোনয়ন প্রত্যাশী।
তিনি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ),বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল।
এ-সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাদ মাগরিব নামাজ শেষে এক জন আর একজানের কুশল বিনিময় করতে দেখা যায়।