শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে দেয়াল চাপা পড়ে দুই শ্রমিক নিহত, আহত ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জ জেলার সাহেদনগর ব্যাপারিপাড়ায় শনিবার (১৫ মার্চ) সকালে ড্রেন নির্মাণের সময় দেয়ালের নিচে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগর ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিল পাঁচ শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে চাপা পড়ে পাঁচজনই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

জেনারেল হাসপাতালে একজনকে মৃত ঘোষণা করা হয়, আর মেডিনোভা হাসপাতালে যাওয়ার পর আরেক শ্রমিকের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে, আর অন্যজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102