শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

জমি ক্রয় করে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর সদর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
গাজীপুরের পূবাইলে জমি ক্রয় করে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
গাজীপুর মহানগরীর পূবাইলে জমি ক্রয় করে প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: হাফিজুল ইসলাম বুলবুল (৪০)। বৃহস্পতিবার বিকাল ৩টায় গাজীপুর সিটি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, জমি ক্রয় করা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। টাকা নিয়েও আওয়ামী সন্ত্রাসী সুমন গং আমাকে জমি দেবে না বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং ক্রয়কৃত জমিতে আমি গেলে আমাকে মেরে লাশ ফেলে দেবে বলে হুমকি দিচ্ছে। আমি এখন আমার জীবন নিয়ে সংশয়ে আছি। যেকোনো সময় আমার ওপর হামলা হতে পারে। ইতোমধ্যে গত দুদিন আগে আমার এক শুভাকাঙ্ক্ষীকে রাতের অন্ধকারে তুলে নিয়ে মারধর করে মৃত ভেবে ফেলে রেখে চলে গেছে সুমন ও তার ভাই মামুন গং। পূবাইল থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না মারধরের শিকার কবির ভূঁইয়া।
বুলবুল জানান, পূবাইল মৌজার আর এস ৫৩৭ দাগে ৯.২৫ শতাংশ জমি সুমন ভূঁইয়ার বাবা তার ছেলে সুমনকে ১০৮৫০ নং দলিলমূলে ২০১৪ সালের ১৯ জুন রেজিস্ট্রেশন করে দিলে সুমন মালিক হন। পরে ওই জমি ভুক্তভোগী হাফিজুর রহমান বুলবুল ৪৭ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ১০ লাখ টাকা পরিশোধ করে বায়না রেজিস্ট্রেশন করে। যাহার দলিল নং ৩৩৬৮ এবং তারিখ ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি। পরে সুমন ভূঁইয়াকে জমি সাফকবলা দিতে বললে তালবাহানা করে। এক সময় না জানিয়ে সুমন দেশ ছেড়ে বিদেশ পাড়ি দেন। পুনরায় দেশে ফিরলে রেজিস্ট্রেশন করে দিতে বললে আমাকে জীবননাশের হুমকি দিতে থাকে। অপেক্ষার পালা শেষ হলে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে সোনালি ব্যাংকে চালান নং-৫৬৩ এর মাধ্যমে বাকি ৩৭ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে জমি রেজিস্ট্রেশন চেয়ে মামলা করি, যা চলমান রয়েছে।
এরপরও গত বৃহস্পতিবার আমাকে প্রধান আসামি করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদসহ ৫ জনের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠায়। টাকা দিয়ে জমি কিনে সুমন গংদের প্রতারণার শিকার হয়ে কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সরকারের  কাছে, প্রশাসনের কাছে আওয়ামী সন্ত্রাসী সুমন গংদের বিচার দাবি করছি এবং আদালতের কাছে সুবিচার প্রার্থনা করছি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102