১৩ মার্চ (বৃহস্পতিবার) সকার ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ভোটাধিকার বলতে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোটদানের অধিকারকে বোঝায়। ভোটদানের অধিকার নাগরিকদের রাজনৈতিক অধিকার। রাষ্ট্রের সংবিধান এবং সরকারি বিধিবিধানের মাধ্যমে স্বীকৃত পন্থায় নাগরিকদের প্রার্থী বাছাইয়ের ক্ষমতাকে ভোটাধিকার বলা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটদানের অধিকার সর্বত্র স্বীকৃত এবং সংরক্ষিত।
উপরোক্ত বিষয়টি নিয়ে কাজ করে থাকেন ইসি( নির্বাচন কমিশন) তার ই ধারাবাহিকতায় তারাকান্দা উপজেলায় ”বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়নে” তাদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বাস্তবায়নে মানববন্ধন করেন।
জানা যায়, মানববন্ধনে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা রুম্পা সরকার, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।