মোঃমামুন হোসাইন ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা-চরফ্যাশন উপজেলা আছলামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের স্ত্রী লিয়া মনি (২০) প্রথমবারের মতো নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন৷
রবিবার (৫অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় ডাঃ হোসনে আরার তত্ত্বাবধানে চরফ্যাশন আধুনিক ডায়াগনস্টিক হাসপাতলে একে একে ফুটফুটে ৩ সন্তানের জন্ম হয়৷
ডাক্তার হোসনে আরা জানান, অন্যত্র আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে ডাক্তার টুইন বেবির কথা বললেও নরমাল ডেলিভারির সময় আমরা নিরাপদে একে একে তিন বেবির জন্মগ্রহণ নিশ্চিত করেছি৷ বর্তমানে মা ও তিন পুত্র সন্তান সুস্থ এবং বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে একসঙ্গে ফুটফুটে তিন পুত্র সন্তান জন্মদানের খবর লিয়া মনির পরিবারে ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনের মধ্যে এক বাধভাঙ্গা আনন্দ ও মিষ্টি বিতরণের আনুষ্ঠানিকতা লক্ষ করা গেছে৷
সদ্য ভূমিষ্ঠ হওয়া তিন পুত্র সন্তানের বাবা সিদ্দিকুর রহমান জানান, আমার বিয়ের বয়স দেড় বছর৷ সদ্য ভূমিষ্ঠ হওয়া তিন নবাগত পুত্র সন্তানই আমার প্রথম সন্তান৷ একসঙ্গে তিন সন্তান পেয়ে আমি মহান আল্লাহর নিকট হাজার শুকরিয় জানাচ্ছি৷ আপনারা আমার সন্তানদের এবং সন্তানের মায়ের জন্য দোয়া করবেন৷ আল্লাহ যেন নেক হায়াত দান করেন৷