আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, ব্যবহার করে জলকামানও। আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ও দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের লংমার্চে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে লংমার্চ শুরু হয়। কাকরাইল মসজিদের সামনে লংমার্চটি পৌঁছালে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাক্কাধাক্কি, এরপরই পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।