ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি বিরোধী নেতা ইমরান খান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশোধমূলক আচরণ করতে পারেন, এজন্য দেশ ও জাতিকে সতর্ক থাকতে হবে। বুধবার (১৪ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।
ইমরান খানের বোন আলেমা খান জানান, কারাগারে সাক্ষাতে ইমরান বলেন— যুদ্ধকালীন পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জরুরি। একই সঙ্গে তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর জবাবের প্রশংসা করেন।
পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম বলেন, ইমরান মনে করেন, সশস্ত্র বাহিনীর জবাব কেবল জাতির নয়, কারাবন্দিদের মনোবলও বাড়িয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, “মোদির প্রতারণামূলক আচরণ ভারতের আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে পারে।”
এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, “যদি ভারতের সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব হয়, তবে রাজনৈতিক বিরোধীদের সঙ্গেও সংলাপ হওয়া উচিত।”