বাগেরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাগেরহাটের রেল রোডস্থ দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ভূঁইয়া এ্যাড. হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি সরদার সেলিম আহমেদ, ফরিদা আক্তার বানু লুচি, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।