মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল। চিতলমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, স্থানীয়দের মিষ্টি বিতরণ। আজ পুরান ঢাকার আকাশজুড়ে বসবে ঘুড়ির মেলা। বিএনপি চেয়ারপার্সনের সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যেঃ ডা. জাহিদ। ফুল চুরি করে ইসকন মন্দিরে পূজা, শাস্তি পেলেন বাকৃবির তিন শিক্ষার্থী। বেড়েছে শীতের তীব্রতা, পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। মেলার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব,যুবদল নেতা খুন। রামপাল কলেজে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। প্রেসিডেন্ট পদে ফিরছেন ট্রাম্প, ভারতীয়দের জন্য সংকেত খারাপ। রামপালে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।

রামপাল কলেজে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ মাসুম শেখ,(মোংলা,রামপাল)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
রামপাল কলেজে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।
বাগেরহাটের রামপাল সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত দেশব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ৩৬ জুলাই ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ জানুয়ারি) দুপুরে রামপাল সরকারি কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ব্যবস্থা বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, শরীর চর্চা বিভাগের শিক্ষক তাওহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুলাইমান হোসেন আরাফাত, তায়েব নুর, মিম বিল্লাহ, রামপাল কলেজের শিক্ষার্থী জহির রায়হান রতন, প্রত্যাশা অধিকারী।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের খালিদ হাসান নোমান, তরিকুল ইসলাম, নাঈম আশিক, রিয়াদ, আজাদএবং উপজেলা পর্যায়ের সবুজ, মামুন, তালিম, জিহাদী, আশিক ফারাজি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে ছাত্র নেতৃবৃন্দরা বলেন, এদেশের হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে স্বৈরাচার ও ফ্যসিষ্ট শাসক হাসিনার পতন ঘটিয়েছে। সমাজের সর্বস্তরের বৈষম্য দূর করতে ছাত্রজনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। গত ৫ আগস্টের পর আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। দেশের সকল সেক্টরে খুনি হাসিনা বৈষম্য সৃষ্টি করেছিল। আমরা আর কোথাও বৈষম্যের শিকার হতে চাইনা। আমাদের দাবি সকল পর্যায়ে সংস্কারের পর একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক-যে নির্বাচনে একজন ভোটার তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। রাষ্ট্র সংস্কারের আগে আমরা কোন নির্বাচন চাইনা।
এসময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102