আবু তালেব আনচারি চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পোরসভার চাগাচর ,এলাকার আরকান মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ মো করিম [২৬ ]কে গ্রেফতার করেছে ।
সে কক্সবাজার জেলার উকিয়া গ্রামের পাংকুলি ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে । থানা সুত্রে জানা যায় গতকাল ১৭ সেপ্টম্বর বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন সঙ্গীয় ফোস নিয়ে চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কের চাগাচড় এলাকার কবরস্থান এর পুর্ব পাশ্ব থেকে তাকে গ্রফেতার করা হয় ।
এ সময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।