মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না : অর্থ উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ব্যাংক থেকে ধার করেটাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না। ধার করে বড় বড় মেগা প্রকল্প করব না’ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডসালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ মেসচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেনমোটামুটি বাজেটটা আমরা বাস্তবায়ন করব। বিরাট একটা গ্যাপ নিয়ে করব না। প্রকল্পবার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপিবাস্তবায়ন করব অত্যন্ত বাস্তবভিত্তিতে।

বড় বড় মেগা প্রজেক্ট নিয়েধার করে ডেফিসিট দিয়ে এগুলো করা হবে না‘ জানিয়ে অর্থ উপদেষ্টা বলেনব্যাংক থেকে ধার করেটাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না। কিছুটা তো ডেফিসিট (ঘাটতিথাকবে। সেটা পূরণ করতে আমি নেগোশিয়েট করছিআমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকের সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলছিসেটা মোটামুটি এখন সাকসেসফুল।

জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কিনা’– সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডসালেহউদ্দিন বলেন, ‘রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ইতোমধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যাঞ্জক নাআমি আরও এক্সপেক্ট করছি। এটলিস্ট গত বারের তুলনায় কম হবে না।’

সোমবার (১২ মেদিবাগত রাতে একটি অধ্যাদেশ হয়েছেযেটার মাধ্যমে ৫৩ বছরের এনবিআর ভেঙে গেল। বলা হচ্ছে– কাস্টম ট্যাক্স ক্যাডারের যারা কর্মকর্তারা তারা লম্বা সময় ধরে আন্দোলন করছিলেনতাদের মতামত উপেক্ষা করে এই অধ্যাদেশ করা হলো। বিষয়টি কী সে রকম?

সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেস্টা বলেন, ‘অধ্যাদেশটা ভালো করে পড়ে দেখেনতাদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবেএটা অত্যান্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআরএর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআর থাকবেএনবিআরটা যেভাবে আছে কতোগুলো টার্মস অব রেফারেন্স হিসেবে।’

এটা ইন্টারন্যাশনাল প্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেশন ডিভিশন এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়ে। অর্থনীতিপরিসংখ্যকদেশের জিডিপি এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করেমানে যাদের কাজ কেবল আদায় করা এটা একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকে। আমি পলিসি করলামআমি আবার লোক দিয়ে আদায় করলাম।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত চিন্তা করে এটা করা হয়েছে। ওদের সঙ্গে যে আলাপ করিনি তা নাআমার যদি মনে করেন এনবিআরের হাজার হাজার লোকের সঙ্গে আলাপ করতে হবেতা না। যারা মেম্বারসদস্য ডেফিনেটলি তাদের সঙ্গে আলাপ হয়েছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছেতাদের সঙ্গে আলাপ হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102