সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

১৪ দফা দাবিতে সাংবাদিকদের ‘কলম বিরতি’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, হয়রানি ও অনিশ্চয়তা দূর করতে নিয়োগ নীতিমালা এবং একটি নির্ভরযোগ্য তালিকা তৈরিসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বরগুনার বেতাগীতে কলম বিরতি ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (২০ মে) সকালে বেতাগীরবিষখালী চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

প্রতীকী কলম বিরতি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মুন্না। সভা পরিচালনা করেন সদস্যসচিব ফোরকান হোসেন ইমরাত।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাইদুর ইসলাম মন্টু, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেন খান, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সদস্য মো. জামাল হোসেন খান।

এ ছাড়া বিএমএসএফের পক্ষে দাবির সমর্থনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. হাসান ও মো. জসিম উদ্দিন।

এ সময় বেতাগীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি এবং সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত থেকে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মফস্বল সাংবাদিকরা আজ চরম অনিরাপদ পরিবেশে কাজ করছেন। হামলা, মামলা আর হয়রানি যেন তাদের নিত্যসঙ্গী। অথচ তাদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জন্য কোনো স্পষ্ট আইন বা নীতিমালা নেই।

নাজুক পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে বক্তারা আরও বলেন, আমরা অবিলম্বে ১৪ দফা দাবি মেনে নিয়ে সাংবাদিক সুরক্ষা আইন, নিয়োগ নীতিমালা এবং একটি নির্ভুল তালিকা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102