মো:সাকিব উদ্দিন,রংপুর:রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় সদ্য যোগদানকৃত ওসি আখতারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাজহাট থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।
গতকাল (মঙ্গলবার) রাতে তাজহাট থানা প্রেসক্লাবের আহবায়ক, জাগরণী টিভির রংপুর প্রতিনিধি চঞ্চল মাহমুদ এর নেতৃর্তে নবাগত ওসির সাথে আলোচনা শেষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় সাংবাদিকদের সাথে আলোচনাকালে ওসি আখতারুজ্জামান বলেন- সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের মাধ্যমে সমাজের অন্যায়, অপরাধ মানুষের চোখে প্রতীয়মান হয়। আপনারা তাজহাট থানা এলাকার অপরাধ চিত্র তুলে ধরে আমাকে সহায়তা করলে আমি থানা এলাকার মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, জুয়াসহ সমাজ বিরোধী বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলব। তিনি আরো বলেন- সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা পেলে অপরাধ দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশের রোল মডেল হবে তাজহাট থানা।
উক্ত আলোচনা ও ফুলের শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন- সদস্য সচিব আপেল মাহমুদ, যুগ্ম আহবায়ক হাসান ফেরদৌস রাসেল, হাদিউজ্জামান হাদি, সুমন ইসলাম, সদস্য মোশারফ হোসেন রাজু, মাজহারুল আনোয়ার, হারুন উর রশিদ সোহেল, আতাউর রহমান, জাহিদ হাসান, সাকিব উদ্দিন, টিউলিপ এক্কা, নাজমুল হকসহ তাজহাট থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।