সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

রূপগঞ্জে লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনেও নির্বাহী ম্যাজিস্ট্রেডের সাথে সেনাবাহিনী।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
রূপগঞ্জে লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনেও নির্বাহী ম্যাজিস্ট্রেডের সাথে সেনাবাহিনী।
নারায়ণ সরকার রূপগঞ্জঃ
রূপগঞ্জে লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনে সেনাবাহিনীকে সাথে নিয়ে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেড আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়েছেন। এসময় তাঁতবাজার এলাকায় দোকান খোলা রাখার অপরাধে তিন দোকানে ও মাক্স না পরার অপরাধে এক পথচারীকে জরিমানা করেন। মঙ্গলবার দুপুর দেড় টায় উপজেলার ভুলতা তাঁতবাজার ও গোলাকান্দাইল এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করেন তিনি। এসময় তিনি ফুটপাত ব্যবসায়ীদের ৩ টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দেন, নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন।
উল্লেখ্য মঙ্গলবার দেড়টা পর্যন্ত ভুলতা ও গোলাকান্দাইল চৌরাস্তার সকল স্ট্যান্ডগুলোতে ছিলো রিক্সা, অটো, সিএনজি, লেগুনা। এছাড়াও ছিলো ঢাকা গামী যাত্রীদের ভীড়।
রূপগঞ্জে লকডাউনের হাইওয়ে পুলিশ ছাড়া কাউকে মাঠে দেখা যায়নি। রবিবার দুপুরে গোলাকান্দাইল চৌরাস্তায় এসে এমন দৃশ্য দেখা যায়।
দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসনের তৎপরতা না থাকায় ভুলতা তাঁতবাজার ও গোলাকান্দাইল এলাকার সকল পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি না মেনে দোকানগুলোতে সৃষ্টি হয়েছে মানুষের ভীড়। এলাকাবাসী জানান প্রশাসনের নজরদারী না থাকায় এ অবস্থা হয়েছে। নজরদারী না থাকায় এলাকার সকল পাড়া মহল্লায় দোকানগুলোতে মানুষদের ভীড় আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
এলাকাবাসী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেড (এসি ল্যান্ড) আতিকুল ইসলামকে মাঠে উপস্থিত থাকছে এবং তার কর্মকান্ডও অনেক ভালো।
সচেতন মহল বলেন ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় সরকারের বেধে দেয়া বিধিনিষেধগুলো বাস্তবায়নে কঠোর ভুমিকায় দেখা গেলেও তিনটার পরও কাঁচাবাজারগুলো খোলা রাখতে দেখা যায়। তবে নিদিষ্ট সময়ের পরও বাজার খোলা থাকা নিয়ে সাধারন মানুষের মধ্যে চলে মিশ্রো প্রতিক্রিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড এসি ল্যান্ড আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লকডাউন বাস্তবায়ন করতে কয়েকটি  দোকানে মামলা দেন, এক পথচারীকে পাঁচশত টাকা জরিমানা করেন।  চলাচলরত মানুষজনকে লকডাউন মেনে চলতে অনুরোধ করেন। এছাড়া রাস্তায় গাড়ি বের না করার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
তবে এ দায়িত্ব পালন করায় সচেতন মহল নির্বাহী ম্যাজিস্ট্রেড আতিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্যারের মতোই প্রশাসনের সবাইকে লকডাউন বাস্তবায়নে কঠোর ভুমিকা নিতে হবে। তাহলে লকডাউনের সুফল পাওয়া যাবে। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102