সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

লকডাউনের প্রথম দিনে ডুমুরিয়ায় চুকনগর বাজার জনমানবহীন ; প্রশাসন দিচ্ছে টহল।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
লকডাউনের প্রথম দিনে ডুমুরিয়ায় চুকনগর বাজার জনমানবহীন ; প্রশাসন দিচ্ছে টহল।
অয়ন সরকার,ডুমুরিয়া, খুলনাঃ
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলা ও মহানগরীতে ২৩ জুলাই ভোর ছয়টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে সারাদেশের ন্যায় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল সরকারি, আধাসকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই বিধিনিষেধ অনুযায়ী ডুমুরিয়ার চুকনগর বাজারে চলছে প্রশাসনের টহল। বাজার প্রায় জনমানবহীন,প্রয়োজনীয় দরকার ছাড়া কাউকে বাইরে দেখা যাচ্ছে না। তাছাড়া মানুষবাহী কোনো যানবাহন দেখা যায়নি আজকে সকাল থেকে। শুধুমাত্র কিছু মালবাহী যানবাহনের চলাচল দেখা যাচ্ছে এই অঞ্চলে।
শুধু চুকনগর বাজারেই নয়,ডুমুরিয়া উপজেলার প্রতিটা বাজারে পরিদর্শন করছেন উপজেলার প্রশাসন কর্মকর্তারা। উপজেলা প্রশাসনের থেকে কড়া নির্দেশ, যদি লকডাউন এর এই বিধি-নিষেধ কেউ অমান্য করে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ যথাযথ ব্যবস্থা নেওয়া। আমরা দেখছি পূর্ববর্তী লকডাউনেও ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। এবারের লকডাউনেও চলবে পূর্বের ন্যায় প্রশাসনের আইন ব্যবস্থা গুলো।
চুকনগর বাজারে কর্মরত পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বলেন আজকে সারাদিনে তারা এখনো পর্যন্ত কোন বিরূপ প্রভাব দেখতে পায়নি। তারা আশা করছে আগামী তেরো দিনেও এই এলাকার মানুষ সরকারের দেওয়া বিধি নিষেধ গুলো মেনে  চলবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102