নোয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নিজাম উদ্দিন ((২৮) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ভোলন স্বর্ণকার বাড়ির নুর উদ্দিন ভোলনের ছেলে।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ভোলন স্বর্ণকার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ব্যবসায়ী শুক্রবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।
চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) মো.সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহত যুবক মুদি দোকানি ছিল। সে মানসিক ভাবে অসুস্থ ছিল বলেও জানা যায়। ময়না তদন্তের জন্য মরদেহ থানায় এনে রাখা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।