সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় গৃহবধুকে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ডুমুরিয়ায় গৃহবধুকে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ।

 

 

 

প্রতিবেদক অয়ন সরকার,ডুমুরিয়া,খুলনাঃ

ডুমুরিয়ার চুকনগরে এক গৃহবধুর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছ।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বাদী তিন জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, কুলবাড়িয়া গ্রামের ইয়াসিন শেখের স্ত্রী শিরিনা বেগম (২৩) তার শিশু সন্তান নিয়ে শায়ন কক্ষে ঘুমাচ্ছিলেন। এসময় স্বামী বাড়িতে না থাকার সুযোগে পূর্বপরিকল্পিত ভাবে একই গ্রামের একলাস গাজীর ছেলে জাহাঙ্গীর (২২) অসৎ উদ্দেশ্য এক বোতল পেট্রোল হাতে নিয়ে  মুখে কাপড় বেধে ঘরে প্রবেশ করে আতর্কিত ভাবে গৃহবধুর মুখ চেপে ধরে সমস্ত শরিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। অপর দিকে স্থানীয়রা জানিয়েছেন, ওই নারির সাথে জাহাঙ্গীরের দীর্ঘদিনের পরকীয়া প্রেম রয়েছে। সে কারণে এমন ঘটনা ঘটিয়েছে। খবর স্থানীয় এলাকাবাসী ও পুলিশ  উপস্থিত হয়ে আহতকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এঘটনায় ওই গৃহবধূর স্বামী ইয়াসিন শেখ বাদী হয়ে জাহাঙ্গীর কে প্রধান করে তিজনের বিরোদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জাহাঙ্গীর এর মাতা রেবেকা বেগম বলেন ওই নারি তার অবিবাহিত ছেলের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে।

ছেলেটার জীবন নস্ট করে দিয়েছে। অভিযোগ তদন্তকারি কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এঘটনায়  নানা গুঞ্জনের কথা শোনা যাচ্ছে এবং রহস্য জনক।

এবিষয়ে ডুুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি অভিযোগের বিষয়ে  তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102