শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

ভাই হত্যায় ভাইদের মৃত্যুদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

যশোরের ঝিকরগাছায় চাচাতো ভাই হত্যা মামলায় দুই ভাইকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল অধিকারী এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে ওসমান ও আলী হোসেন। এ সময় অভিযুক্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস প্রদান করা হয়।

জানা গেছে, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিন (৩২) সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগবিতণ্ডার একপর্যায়ে ওসমান ও আলী হোসেন ধারালো দা দিয়ে কামরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

কামরুলকে বাঁচাতে গিয়ে তার বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। চারজনকে কুপিয়ে জখম করে আসামিরা পালিয়ে যায়। ​পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চারজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়। আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

​এ ঘটনায় নিহত কামরুলের পিতা রুহুল আমিন সরদার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই ঝিকরগাছা থানার উপপরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন।

​সোমবার (২৪ নভেম্বর) সকল আসামির উপস্থিতিতে বিচারক জুয়েল অধিকারী রায় প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের ফাঁসির আদেশ এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে, মামলার অপর আসামি ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়।

​পিপি আজিজুল ইসলাম বলেন, কামরুল হত্যা মামলার মাত্র দুই বছরের মাথায় রায় প্রদান একটি নজিরবিহীন ঘটনা। সরকার পক্ষ এই দ্রুততম রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102