আগামী ২৪ নভেম্বর ২০২৫, সোমবার বাদ আছর, বাগেরহাটের সদরে উৎকুল পশ্চিমপাড়া মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আয়োজনটি নিয়ে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা তারেক মনোয়ার (ঢাকা)। প্রধান বক্তা হিসেবে থাকছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত মুফাসসিরে কুরআন ড. আবুল কালাম আজাদ আজহারী, যিনি খতিব হিসেবে মসজিদে ইনায়াত, রেডিও কলোনি, সাভার এবং পরিচালক, বারকাউল মদিনা আল ইসলামি, ঢাকা পদে দায়িত্ব পালন করছেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সহকারী শিক্ষক ও ফেনী সরকারি মাদ্রাসার বিশিষ্ট মুফাসসির মাওলানা নূরন্নবী আহমাদ হোসাইনী।
মাহফিলটি পরিচালনা করবেন স্থানীয় ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু ইসহাক, এবং সভাপতিত্ব করবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মো. মোতালেব চাকলাদার।
মাহফিল উপলক্ষে আয়োজক কমিটি সকল ধর্মপ্রাণ মুসলিম ও এলাকার জনগণকে সময়মতো উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ এই তাফসীর মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে।