শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কে উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।এর আগে গত সপ্তাহে বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সাভার উপজেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অবস্থিত মেসার্স এ বি এম অ্যান্ড কোং ইটভাটা চালু অবস্থায় পাওয়া গেলে ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট গুঁড়িয়ে ফেলা হয়। একই সঙ্গে ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।এ ছাড়া, সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস এবং চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করে প্রতিটিকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।এ ছাড়াও একই এলাকায় অবস্থিত মেসার্স এম এইচ এস ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট সব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।আন্দোলনকারী শ্রমিকেরা জানান, সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটায় জরিমানা, ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটা চালুসহ অভিযান বন্ধের দাবিতে আজ সকাল সাড়ে ৯টার দিকে আমিনবাজারের ভাঙাব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকেরা।পরে তারা মহাসড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয়পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন পরিবহনের যাত্রীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102