শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

টেকনাফে ৮ জিম্মি উদ্ধার, ৪ মানবপাচারকারী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশুসহ ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৪ জন মানবপাচারকারীকে আটক করেছে বিজিবি। রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন- টেকনাফ সাবরাংয়ের আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)।

 

তিনি জানান, সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির বিশেষ অভিযান দল সাবরাং পানছড়ি এলাকায় মৃত আফাজ উদ্দিনের পুত্র আব্দুল মোতালেব প্রকাশ কালা বদ্দার বসতঘরে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কাছ থেকে নারী ও শিশু সহ ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অভিযানে ৪ জন পাচারকারীকে আটক করা হয়। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়। ভুক্তভোগীদের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা হয়।লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, উদ্ধার ৮ জন ভুক্তভোগীই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য। তাদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। তিনি যোগ করেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102