সিরিয়ার দামেস্ক উপকণ্ঠের পবিত্র সাইয়্যেদা জয়নাব (রা.) মাজারে এ বছর আশুরা উপলক্ষে আনুষ্ঠানিক ধর্মীয় অনুষ্ঠান স্থগিত হওয়ায় ইরাকি শিয়া তীর্থযাত্রীরা তাদের গন্তব্য পরিবর্তন করে ইরানের ধর্মীয় কেন্দ্রগুলোতে যাচ্ছেন।
প্রতিবছর মহররমের ১০ তারিখ আশুরায় হাজারো তীর্থযাত্রী এই মাজারে সমবেত হন। তবে এবার কোনো আনুষ্ঠানিকতা না হওয়ায় অনেকে হতাশ। ইরাকি তীর্থযাত্রী উম হাসান বলেন, তিনি প্রতি বছর সিরিয়ায় যান, কিন্তু এবার ফাতিমা মাসুমা (রা.)-এর মাজারের জন্য কোম শহরে গেছেন। সিরিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা অনুষ্ঠান নিষিদ্ধ করেনি বা মাজার বন্ধ রাখার নির্দেশ দেয়নি। তবে মাজার প্রশাসনের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা ও সংগঠনগত কারণে এবার অনুষ্ঠান মাজার প্রাঙ্গণের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক উত্তেজনাও তীর্থযাত্রীদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদরের ঘনিষ্ঠ ইসাম হুসেইন সিরিয়া সফর পরিহারের আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়া সরকার সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে ধর্মীয় স্বাধীনতা রোধ করছে। সাম্প্রতিক সময়ে স্থিতিশীল পরিস্থিতিতে সিরিয়ায় ধর্মীয় সফর ফের শুরু হলেও এবার নিরাপত্তা ও রাজনীতির জটিলতায় ইরাকি তীর্থসংগঠকরা ইরানমুখী প্যাকেজে জোর দিচ্ছেন। ধর্মীয় আবেগ, নিরাপত্তা ও রাজনীতি—সব মিলে এবার আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী সিরিয়া সফর বাধাগ্রস্ত হয়েছে।