শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

অরবান : ইউক্রেনের ন্যাটো যোগ দিলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে নিলে পরের দিনই রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।

শনিবার (২৯ জুন) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘‘ইউক্রেন ন্যাটোতে? এর অর্থ রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং পরের দিনই তৃতীয় বিশ্বযুদ্ধ।” অরবান ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনকে তাড়াহুড়ো করে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাকেও সমালোচনা করেন। তিনি বলেন, “ইইউ ইউক্রেনকে স্বীকার করার বেপরোয়া তাড়াহুড়ো যুদ্ধকে ইউরোপের কেন্দ্রস্থলে টেনে আনবে। এটি কোনো কূটনীতি নয়, এটি উন্মাদনা। আমরা ইউরোপকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেব না।”

হাঙ্গেরির নেতা এর আগে বলেছেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যুক্ত হওয়ার প্রশ্নে পশ্চিমা মনোভাব বদলেছে। এমনকি পোল্যান্ডও তাদের অবস্থান পরিবর্তন করেছে। অরবান বরাবরই ইউক্রেনকে ন্যাটো বা ইইউতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সন্দিহান অবস্থান নিয়েছেন এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর পক্ষে কথা বলেছেন। ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি রাশিয়া দীর্ঘদিন ধরে তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরছে এবং স্পষ্ট হুমকি দিয়েছে, এতে পশ্চিমা জোটের সঙ্গে তাদের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে অরবানের মন্তব্য ইউরোপজুড়ে বিতর্ক এবং উদ্বেগ তৈরি করেছে।

সূত্র : আন্তর্জাতিক সংবাদ সংস্থা

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102