আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানে আসতে পারে চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট শেনায়াং জে-৩৫ এ। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে চীনে এই অত্যাধুনিক বিমানের পরিচালনা নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের পাইলটরা।
গত বছর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানায় যে তারা চীন থেকে ৪০টি জে-৩৫ সংগ্রহ করবে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা রপ্তানি সংস্থা চায়না ন্যাশনাল এরো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনও প্যারিস এয়ার শোতে এই বিক্রির কথা নিশ্চিত করে।
২০২৩ সালে প্রথমবার আকাশে ওড়া শেনায়াং জে-৩৫ মডেলটি এবারই প্রথম বিদেশের মাটিতে প্রদর্শিত হয় প্যারিস এয়ার শোতে। চীন এখন পর্যন্ত আটটির বেশি এই বিমান তৈরি করেছে এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা করছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ এর সমমানের এই বিমান পশ্চিমা শর্তের বাইরে গিয়ে ক্রেতা দেশগুলোকে বিকল্প দিচ্ছে। ওয়াশিংটনের কঠোর শর্তে সংযুক্ত আরব আমিরাত এফ-৩৫ কেনা বাতিল করে ফ্রান্সের রাফাল কেনে।
এদিকে পাকিস্তানের হাতে শেনায়াং জে-৩৫ আসার খবর ভারতীয় বিমানবাহিনীতে উদ্বেগ তৈরি করেছে। এর আগে ভারতের বিরুদ্ধে আক্রমণে পাকিস্তানের চীনা তৈরি জে-১০ যুদ্ধবিমানও কার্যকর প্রমাণিত হয় বলে ইসলামাবাদ দাবি করে।