গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক আরও অবনতি ঘটায় দুই দেশের ক্রিকেট সম্পর্কও নতুন করে অনিশ্চয়তায় পড়ে। বৈরী সম্পর্কের জেরে এশিয়া কাপসহ আন্তর্জাতিক ও মহাদেশীয় টুর্নামেন্টে মুখোমুখি হওয়া নিয়েই দেখা দেয় দোলাচল। ভারতের অভ্যন্তরে পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ না খেলার দাবিও ওঠে।
তবে ক্রিকবাজের খবরে বলা হয়েছে, সবকিছু সত্ত্বেও এশিয়া কাপ আয়োজন নিয়ে বড় আশার আলো দেখা দিয়েছে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তখনই ছয় দলের এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি চলছে। সম্ভাব্য দলগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
এখনও ভেন্যু চূড়ান্ত নয়। হাইব্রিড মডেল নিয়ে আলোচনা চলছে, যাতে কোনো দলের আপত্তি থাকলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করা যায়। আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। তবে কাশ্মীর ইস্যু এবং সামরিক উত্তেজনার কারণে দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে আইসিসি নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে যেখানে ভারত-পাকিস্তান নারী দলগুলোকে একই গ্রুপে রাখা হয়েছে। যদিও এসিসি বা বিসিসিআই এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।