কূটনৈতিক ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদত্যাগের দাবি জানিয়ে শনিবার ব্যাংককের ভিক্টরি মনুমেন্টে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।
ফাঁস হওয়া ফোনালাপে থাই প্রধানমন্ত্রীকে সাবেক কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে কথা বলতে শোনা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ার এক জ্যেষ্ঠ রাজনীতিক তার দেশের সঙ্গে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত একটি ফোনালাপ ফাঁস করেন। সেখানে পেতংতার্ন তাকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাকে নিজের ‘বিরোধী’ হিসেবে উল্লেখ করেন।
ফোনালাপ ফাঁস হওয়ার পর পেতংতার্নের নেতৃত্বাধীন জোট থেকে একটি গুরুত্বপূর্ণ দল বেরিয়ে যায়। ৩৮ বছর বয়সী এই রাজনীতিকের বিরুদ্ধে কম্বোডিয়ার প্রতি নতজানু আচরণ এবং থাইল্যান্ডের সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ তোলে দলটি। এতে করে তার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে জিতে ক্ষমতায় আসে ফেউ থাই পার্টি। এরপর থেকে শনিবারের বিক্ষোভটি সবচেয়ে বড় সরকারবিরোধী প্রতিবাদ বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট।
বিক্ষোভের নেতৃত্বে রয়েছে ‘মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ শক্তি’ নামের একটি সংগঠন।
থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার পুলিশ মেজর জেনারেল থাওয়াত ওয়ংসাংগা জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ড্রোন ক্যামেরা দিয়ে তোলা ছবির ভিত্তিতে জনসমাগম প্রায় ৬ হাজার বলে অনুমান করা হয়েছে।
তিনি বলেন, শনিবার সন্ধ্যার মধ্যে বিক্ষোভকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে বলে পুলিশের ধারণা।